Home Decor

সবুজের ছোয়া

” অনেক তো হয়ে গেল ফুলের গল্প। আজ না হয় নতুন গল্পের শুরু হউক শুধুমাত্র সবুজ পাতাকে নিয়ে। পরিকল্পনা যা ছিল , এই যান্ত্রিক শহরে নিজের ছোট বাসার ছাদ / বারান্দাটিকে কিছুটা সবুজের ছোয়া দেয়া।
পাতাময় গাছের চিন্তা মাথায় আসার সাথে সাথে কিছু পরিচিত গাছের ছবি ভেসে উঠলো চোখের সামনে। ছবিগুলোর সাথে মোটামোটি আমরা সবাই কিছুটা হলেও পরিচিত।


এসব গাছের কেউ না কেউ একবার হলেও আপনার হাতের কাছে এসেছে। যত্নআত্তি’র খুব একটা আবদার নেই এদের। নির্ভেজাল সবুজ বাগানের ইচ্ছে থাকলে , কোনো সংশয় ছাড়াই বাগানের গাছের তালিকাতে রেখে দিতে পারেন। “

– আচ্ছা ! খুব একটা যত্নের দাবিদার না বলে কি একেবারেই ফেলে রাখবেন কোণার কোনো জায়গায় ?
পুরোপুরি অবহেলা না করে সপ্তাহে দু-একবার পানি আর মরা পাতা গুলো সরিয়ে দিলেই দেখবেন তর তর করে বেড়ে উঠবে। আর সাথে সাথে বাড়িয়ে তুলবে আপনার ছোট বাগানটির সৌন্দর্য .

” অনেক তো হয়ে গেল ফুলের গল্প। আজ না হয় নতুন গল্পের শুরু হউক শুধুমাত্র সবুজ পাতাকে নিয়ে। পরিকল্পনা যা ছিল , এই যান্ত্রিক শহরে নিজের ছোট বাসার ছাদ / বারান্দাটিকে কিছুটা সবুজের ছোয়া দেয়া।
পাতাময় গাছের চিন্তা মাথায় আসার সাথে সাথে কিছু পরিচিত গাছের ছবি ভেসে উঠলো চোখের সামনে। ছবিগুলোর সাথে মোটামোটি আমরা সবাই কিছুটা হলেও পরিচিত।
এসব গাছের কেউ না কেউ একবার হলেও আপনার হাতের কাছে এসেছে। যত্নআত্তি’র খুব একটা আবদার নেই এদের। নির্ভেজাল সবুজ বাগানের ইচ্ছে থাকলে , কোনো সংশয় ছাড়াই বাগানের গাছের তালিকাতে রেখে দিতে পারেন। “

– আচ্ছা ! খুব একটা যত্নের দাবিদার না বলে কি একেবারেই ফেলে রাখবেন কোণার কোনো জায়গায় ?
পুরোপুরি অবহেলা না করে সপ্তাহে দু-একবার পানি আর মরা পাতা গুলো সরিয়ে দিলেই দেখবেন তর তর করে বেড়ে উঠবে। আর সাথে সাথে বাড়িয়ে তুলবে আপনার ছোট বাগানটির সৌন্দর্য .

Leave a comment