Home Decor

এক চিলতে বারান্দা আছে আপনার?

 

p4.1.jpg

সেই আদ্যিকাল থেকেই কিন্তু বারান্দাটা অন্য একধরণের ভালোলাগায় গা এলানো আবেশের জায়গা,এক চিলতে আকাশের সাথে হাত মিলিয়ে ফুলগাছ গুলোর হাসি হাসি খেলায় যেন বেগ দিত দূর থেকে আসা সমুদ্র বায়ু….ব্যাবিলন কি নিনেভা, সেই থেকে আজ এখানেই শুরু হোক….
এক চিলতে বারান্দা আছে আপনার?
এ তাহলে একটু সাজিয়ে নেই কয়েকটা এলোগাছে….এক কাপ চায়ের সাথে বিকেলটা সবুজ হয়ে যাক, আর নিজের হাতে নিজের মত করে লাগিয়ে মনটাও হয়ে যাক সতেজ….

Tree Care

Grow Bag

 

গাছের পরিচর্যার প্রাথমিক বিষয় হিসেবে আমরা চারা রোপণ ও জৈব সারের কথা বলতে পারি।নিজেরাই তৈরি করতে পারি ‘Grow Bag’।

 

প্রয়োজনীয় উপকরনঃ
যে কোন ধরনের চটের ব্যাগ/ পচনশীল ব্যাগ/ পলিব্যাগ
Coir Pith(ছোবড়া মজ্জা)
Vermi Composite(কেঁচো সাঁর)
Organic Fertilizer(জৈব সার)
Seed (বীজ) (পছন্দ অনুযায়ী )

চটের ব্যাগ বা যে কোন ধরণের ব্যাগ নিয়ে তাতে প্রয়োজন অনুযায়ী উপকরণ ভালোভাবে মিশিয়ে চারা রোপণ করুন।পানি দিন যাতে মাটি যথেষ্ট আদ্রতা পায়।

Tree Care

আসুন রান্না ঘরের টুকিটাকি এবার কাজে লাগাই।

Tea Bag ফেলে দিচ্ছেন।


আসুন রান্না ঘরের টুকিটাকি এবার কাজে লাগাই।

EGG SHELLS & TEA BAGS TREAT FOR YOUR GARDEN.

* ডিমের খোসা ক্যালসিয়াম হিসেবে গাছের কোষ বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে অতি দ্রুত বর্ধনশীল গাছ মাটি থেকে অধিক ক্যালসিয়াম শোষণ করে। মরিচ, টমেটো, ব্রকলি, কপি ইত্যাদির মত দ্রুত বর্ধনশীল গাছের চারার চারপাশে ডিমের খোসা ভেঙ্গে দিলে খোসার ক্যালসিয়াম গাছের গোড়া অসময়ে পচে যাওয়াও রোধ করে।

* খোসার সাথে যে কোন ধরনের চা পাতা মিশিয়ে দিলে তা মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং নাইট্রোজেনের সরবরাহ পর্যাপ্ত রাখে।

Home Decor

সবুজের ছোয়া

” অনেক তো হয়ে গেল ফুলের গল্প। আজ না হয় নতুন গল্পের শুরু হউক শুধুমাত্র সবুজ পাতাকে নিয়ে। পরিকল্পনা যা ছিল , এই যান্ত্রিক শহরে নিজের ছোট বাসার ছাদ / বারান্দাটিকে কিছুটা সবুজের ছোয়া দেয়া।
পাতাময় গাছের চিন্তা মাথায় আসার সাথে সাথে কিছু পরিচিত গাছের ছবি ভেসে উঠলো চোখের সামনে। ছবিগুলোর সাথে মোটামোটি আমরা সবাই কিছুটা হলেও পরিচিত।


এসব গাছের কেউ না কেউ একবার হলেও আপনার হাতের কাছে এসেছে। যত্নআত্তি’র খুব একটা আবদার নেই এদের। নির্ভেজাল সবুজ বাগানের ইচ্ছে থাকলে , কোনো সংশয় ছাড়াই বাগানের গাছের তালিকাতে রেখে দিতে পারেন। “

– আচ্ছা ! খুব একটা যত্নের দাবিদার না বলে কি একেবারেই ফেলে রাখবেন কোণার কোনো জায়গায় ?
পুরোপুরি অবহেলা না করে সপ্তাহে দু-একবার পানি আর মরা পাতা গুলো সরিয়ে দিলেই দেখবেন তর তর করে বেড়ে উঠবে। আর সাথে সাথে বাড়িয়ে তুলবে আপনার ছোট বাগানটির সৌন্দর্য .

” অনেক তো হয়ে গেল ফুলের গল্প। আজ না হয় নতুন গল্পের শুরু হউক শুধুমাত্র সবুজ পাতাকে নিয়ে। পরিকল্পনা যা ছিল , এই যান্ত্রিক শহরে নিজের ছোট বাসার ছাদ / বারান্দাটিকে কিছুটা সবুজের ছোয়া দেয়া।
পাতাময় গাছের চিন্তা মাথায় আসার সাথে সাথে কিছু পরিচিত গাছের ছবি ভেসে উঠলো চোখের সামনে। ছবিগুলোর সাথে মোটামোটি আমরা সবাই কিছুটা হলেও পরিচিত।
এসব গাছের কেউ না কেউ একবার হলেও আপনার হাতের কাছে এসেছে। যত্নআত্তি’র খুব একটা আবদার নেই এদের। নির্ভেজাল সবুজ বাগানের ইচ্ছে থাকলে , কোনো সংশয় ছাড়াই বাগানের গাছের তালিকাতে রেখে দিতে পারেন। “

– আচ্ছা ! খুব একটা যত্নের দাবিদার না বলে কি একেবারেই ফেলে রাখবেন কোণার কোনো জায়গায় ?
পুরোপুরি অবহেলা না করে সপ্তাহে দু-একবার পানি আর মরা পাতা গুলো সরিয়ে দিলেই দেখবেন তর তর করে বেড়ে উঠবে। আর সাথে সাথে বাড়িয়ে তুলবে আপনার ছোট বাগানটির সৌন্দর্য .